Ghugni Chaat Recipe Bangla | ঘুগনি চাট তৈরির রেসিপি - FooDs Special

ঘুগনি চাট  বাঙ্গালির প্রিয়, ফুলকো ফুলকো লুচির সাথে অথবা গরম গরম রুটি পরোটা দিয়ে শুধু খেতেও ভালো লাগবে, একেবারে জমেই যাবে? আর যারা একা থাকেন রান্নাও তেমন জানেন না তাদের জন্য এই রেসিপিটা সত্যিই খুব ভালো লাগবে।
Delicious Ghugni Chaat Recipe Specially for Bachelors, very easy cooking process. 

Ingredients for Ghugni Chaat :


  • Boiled Matar - সেদ্ধ মটর
  • Boiled Potatoes - সেদ্ধ আলু 
  • Onion, Gurlic & Ginger Paste - পিঁয়াজ, রসুন ও আদা বাটা 
  • Red Chili Powder, Cumin Powder, Garam Masala & Coriander Powder - শুকনো লঙ্কার গুড়ো, জিরে গুড়ো, গরম মসলা ও ধনে গুড়ো 
  • Tomato Sauce - টম্যাটো সস
  • Salt to Taste- স্বাদ মতো লবন 


Comments

Popular Posts